Sunday , May 28 2023

মাশরাফি কেন গৃহকর্মী টুনির বাড়িতে?



[ad_1]

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা শেরপুরের নালিতাবাড়ীতে নিজের গৃহকর্মীর বাড়িতে পরিবারের সবাইকে।।

তিনি গত শুক্রবার নালিতাবাড়ির যোগানিয়া ইউনিয়নে তার টুনির বাড়িতে বেড়াতে আসেন। শুরুতে বিষয়টি নিয়ে কেউ জানতো না টুনির পরিবারের বাইরে। তবে খবর চাউর হওয়ার পর আশেপাশের এলাকার টুনিদের বাড়িতে ভিড় করেন। ছুটে আসেন নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

টুনির পিতা আক্কাছ আলী মিরপুরে মাশরাফির অ্যাপার্টমেন্টে কর্মী হিসেবে কাজ করতেন। ওই পরিচয় সূত্রে প্রায় ৮ বছর পূর্বে আক্কাছ মেয়ে টুনিকে মাশরাফি তার বাসায় গৃহপরিচারিকার কাজে নেন বয়স আর শারীরিক অসুস্থতার কারণে আক্কাছ আলী অ্যাপার্টমেন্ট থেকে বিদায় নিলেও তার মেয়ে টুনি মাশরাফির রয়েছে স্ত্রী ও ২ সন্তানের সাথে দীর্ঘ ৮ সময়কালে টুনির গড়ে উঠেছে নিবিড় সম্পর্ক।

ঈদের পর টুনির গ্রামের বাড়িতে বেড়াতে আসার ইচ্ছে ছিল। নয় তাই সেই ইচ্ছে পূরণে কেবল নয় গৃহকর্তা গৃহকর্তা গৃহকর্তা গৃহকর্তা পরিবারের পরিবারের সদস্য মনে গোটা তার সাথে গোটা গোটা নিয়েই টুনির পিতার বাড়ি।।।। প্রায় আড়াই ঘণ্টা সময় কাটিয়ে ফিরে যান মাশরাফি।

[ad_2]
Source link